কিছু কথা আছে বলার জন্য।
বাকি কথা নীরবতা!
আমি শুনেছি লাঙলের ফলার কথা, মাটির কাছাকাছি।
শুনেছি হাতুড়ির কলরব কামারের বাহুবলে।
এসব কথার অন্তরে থাকে অনেক না বলা কথা।

কিছু কথা আনন্দে মাতে, কুঁড়ি যখন ফুল হয়ে ফোটে।
কত কুঁড়ি-কথা অকালে ঝরে পড়ে!
সমাজ নেয় না কোনো দায়।

শুনতে পাও কি সেই সব নীরব কথা?
পৃথিবীর বুকে কাঁদে অনেক না-কথা।
নীরবতা বাস করে সভ্যতার কন্দরে!