যখন শেষ হেমন্ত
দিয়ে যায় শীতের পূর্বাভাস,
গায়ে সোনা রঙ মেখে
এলো বেনে বৌ পাখিটা।
ঠিক একবছর আগে
এসে ডেকেছিল জানলায়!
ঠিক এক বছর আগে...
কী এক বার্তা বয়ে এনেছিল!
ও কী হেমন্তের পাখি (!)
ঠিক জানি না।
হতে পারে শীতের ___
হতে পারে বসন্তের ___
কী এক অদ্ভুত স্বরে ডাকে!
তোলপাড় করে দেয়
বুকে জমে থাকা ব্যথাদের।
এ ব্যথা কিসের তাল গোনে!
হেরে যাওয়া জীবনের!
কিংবা জেতার (!)