১)গঙ্গা

শিবের জটায়
           গঙ্গা বাঁধা
খুলতেই যা সময়।

জোয়ার ভাটায়
             সেই গঙ্গা
প্রবাহের গান গায়।

২)কলাপী

রূপের ছটায়
          শিখী পাখা
মেললে যে বিস্ময়!

মেঘের ছায়ায়
          ছন্দ মাখা
পেখম রঙ  ঝরায় !