আজ এই ঝরা পাতার দিনে,
তোমাকে ঠিক নিয়েছি চিনে।
সেই যে একটি পাতার গল্পের
তুমি, এখনো উদাস আনমনা!
তিরতিরে হিম-হাওয়ায় ভেসে
একলাটি ঠিক রয়েছো প্রেমে!
আমি আছি ঝরা পাতার দলে
মাটি ছুঁয়ে তোমার পানে চেয়ে!
রুক্ষ শীতে দুটি পাতার প্রেম _
যেন চিরন্তন মধুর গল্পগাঁথা...