(১)
আপনি বাঁচলে...

নেই কথার মার প্যাঁচ।
ভেবেই মরি সাত পাঁচ!
কথার ঝুড়ি,
ফুল কেয়ারি!
শুধু নিজের জন্য বাঁচ্!

(২)
চকসা কথা...

"হুতোম প্যাঁচার নকশা",
শুনে ঘেমে নেয়ে একসা!
চরম ভাঁড়মি,
নয় ন্যাকামি।
হাসিতে আকাশ ফরসা!