ফুলে ফুলে মেতেছে আজ পৌষের বেলা।
মৌমাছি গুন গুন গায়, করে মধুর খেলা।
ডালিয়া গোলাপ আর হরেক চন্দ্রমল্লিকা।
দুলে দুলে কথা কয়, কেউ নয় ওরা একা।
ভ্রমর প্রেমে মাতোয়ারা পদ্ম দিঘীর বনে।
লুকোচুরি খেলে ফড়িং কলমিলতা সনে।
পৌষ রোদে সুন্দরী হয় হলুদ গাঁদার ফুল।
হিম শুকোতে ফিঙেটা দুলছে দোদুল দুল।
পৌষ মেলা হবে শুরু রাঙা মাটির দেশে।
শিল্পী লেখক কবিরা জুটছে সেথায় এসে।
কোথাও হবে বই মেলা, পৌষের বাঁশিতে।
পৌষ শেষে নবাণ্ণের পার্বণ ভরে খুশিতে।