দুই পংতির পাঁচ কথা
(১)
উড়িয়ে পাল চলছে তরী ।
নেই তো ঘাটে বাঁধার দড়ি!
(২)
ভেসে ভেসে চলি নিরুদ্দেশে।
জীবন খুঁজি তবুও বিশ্বাসে!
(৩)
গুমোট ঘরে নেই তো সুখ।
মনের মেঘেই তোমার অসুখ!
(৪)
বৃষ্টি শেষে জানলা খোলো ।
মুক্ত বাতাস জীবন পেলো।
(৫)
শিকড় যতই গভীরে যায় __
ইতিহাসের পাতা প্রাণ পায়!