লতা পাতায় ডালে ডালে
গল্প চলছে চলুক!
টিয়ার ঠোঁট পাকা পেয়ারা
ঠুকরে বীজ খুঁজুক।
দিন বদলের খেলা চলায়
চুরি হয়ে যায় শৈশব!
জানি না কোন অধিকারে
বাড়ে দুর্নীতির বৈভব।
দেনায় দেনায় চলবে দেশ
এটাই গল্পের গাছ!
গল্প ফুরোলে নটে মুড়োবে
দু হাত তুলে নাচ!!!