বাতাস যখন কাঁদে ফুলেল গন্ধে,
আমি হাঁটি দিগন্তে মেলার ছন্দে!
অনেক কাজই বাকি আছে পড়ে।
বইতে সে ভার ন্যুব্জ হলাম ওরে।
চলব তবু খুঁজতে তারার দেশ __
থামব না আর যতই লাগুক ক্লেশ।
নবীন দেশে বাজছে বাঁশির সুর!
ওসব ফেলে যেতেই হবে দূর...
থাক্ না পড়ে যত জটিল গল্প!
ভোলার নেশায় রই অল্প স্বল্প!
খেলার ঘর কবেই গেছে ভেঙে।
রামধনুটা আর ওঠে না রেঙে।
ছিঁড়ে গেছে একতারাটার তার।
কল্পলোকে রচি গো তারার ঘর!