একা একা
শুধু দেখা পুকুরের ধার...
হাঁস জলে খেলে।
ভোরে শুনি ডাহুকের হাঁক ।
শ্যামা নেচে বেড়ায়
এ ডালে ও ডালে হেলায়।
কাজ নেই।
সারাদিন শুধু চেয়ে থাকা!
আর শুনি __
ফিস ফিস গান গায়
কালো টুনটুনি!
বেড়ালটা ওঁৎ পেতে আছে ।
জীবনটা
এই ভাবে কাটে অবলীলায়।
শেষ নেই __
শুধুই চেয়ে চেয়ে থাকার।
দেখি আর শুনি __
বিরহের কাল গুনি!