কী জানি কখন
শিথিল হয়ে গেছে ডোর।
হারিয়ে গেছে কী সব!
তোমার চোখে
তাকাতে এখন ভয় পাই।
যদি ভরা জল থাকে!
তোমার অভিমানী কবিতা
আমাকে ছোঁয়!
আগুনের শিখার তাত্এ
আমি জ্বলি।
তবু হাসিমুখে থাকি!
হয়তো __
তুমি আড়াল করে রাখো
আকুল আবেগ!
আগুনের আঁচ
চাপা রাখা যায় না তাতে।
জানি না এ সম্পর্কের নাম।
এ দূরত্বের নাম জানা নেই।
পাশাপাশি কাছাকাছি
উদাসী ___
জানি থাকবো জীবনভর
তোমার কবিতায়।