আকাশ জুড়ে মেঘের পালক,
বৃষ্টি ঝিরি ঝিরি।
কখন যেন সেই পালক ছিঁড়ে
রোদের লুকোচুরি!
আছে উদাস করা মনটা জুড়ে
উড়ন্ত একটা ঘুড়ি!
প্রকৃতির এ মধুর খেয়াল খুশি
থাক না শুধু ভবে!
ঘর বদলের সময় কাছে এলো
এবার যেতে হবে।
রইলো পড়ে যত পাওনা দেনা
ধুলো হয়েই র'বে।