সরসী যখন
কাজল কালো চোখ ___
কত কথা লেখা থাকে তাতে।
আকাশ পড়ে
সেই হাজার বিরহের কবিতা!
তবু কোথায় যেন
হারায় স্ফটিক জল__
দাবদাহে
আগোছালো ছন্নছাড়া ব্যথা
চোখের কোলে ফোটে ।
চাতক বলে
হা স্ফটিক জল!
চোখের সরসীতে কান্না স্তব্ধ!
কালো জল কাজলে মেশে!