বন্যা চোখের সাথী
কাঁদতে গেলে আসে
হাসতে গেলে ভাসে __
যখন তখন, আজ কাল পরশু!
জোছনা বুকে চাঁদ
হেসেই কুটোপুটি __
আলোর বন্যায় ভাসে
হাসিতেও দুকূল ছাপায় চোখ!!
হতাশায় দুঃখ এলে
চোখটি পাথর হয়
আড়াল বুক কাঁদে।
বন্যা যে বুকের চোখের কোলে।
নদীতে বাঁধ ভাঙে,
ভাসে ঘর সংসার__
চোখেও আসে বান।
চোখের বন্যা মাটিতে যায় মিশে।