ফাগুন গেল চলে, চৈত্র এখন দ্বারে।
চৈতি হাওয়ায় ঝরেছে মুকুলগুলি।
গরম বায় বলছে, হারে রেরে রেরে!
ফাগুন গেল চলে, চৈত্র এখন দ্বারে।
বসন্ত বৌরি গাইছে যে সুর-বাহারে!
মউল নেশায় উড়ছে, কতক অলি!
ফাগুন গেল চলে ,চৈত্র এখন দ্বারে।
চৈতি হাওয়ায় ঝরেছে মুকুলগুলি।