এ যে সেই ক্ষণ __
এ ক্ষণ শুধু ভালবাসার!
এ সময় হোক অপেক্ষার।
মধুর প্রেমের অপেক্ষায়
কাটুক এই ক্ষণ__
অভিমানী এই ভালবাসা,
থাকুক না শুধু অপেক্ষায়!
শতাব্দীর পর শতাব্দী
প্রাচীন হোক এ ভালবাসা,
চিরন্তন সে ক্ষণ!
দু চোখের বর্ষায়
লেখা হয়ে থাক এ কাহিনী ;
অপেক্ষার কাহিনী!
এ সময় হোক অপেক্ষার,
তোমার আমার!