দীঘির কোলে, ওই শালুক বনে
বর্ষা মেয়ে নাচলো আপন মনে।
আষাঢ় গেল, শ্রাবণ এলো ওই ;
খবর পেলো কদম কেয়া জুঁই ।
আমি তখন এলিয়ে খোলা চুল
আবছা রোদের সুখে করি ভুল!
নিভু রোদের মেঘের ফাঁকে উঁকি
সূর্য তখন খেলছে টুকি টুকি __
কনে দেখার আলোয় মন খুলে
ঘোমটা দিতে যেন গেলাম ভুলে।
তোমার চোখে দেখি আমার মুখ।
আমার তখন হাজার সূর্য সুখ!!