কত না চেনা পথ
চলতে চলতে একদিন
হয়ে যায় বন্ধুর!
নিড়ানির অভাবে অথবা
অবহেলায়
সেই সব চেনা গাছ
ঢেকে যায় আগাছায়।
সিঁড়ি বেয়ে ধুলো
জমাট বাঁধে প্রতি কোণে
যখন ঝড় ওঠে...
উপরে ওঠার পথ থামে!
তবু হাঁটতে হয়!
শিখর থেকে শিখরে
বরফ সাদা কান্নাগুলো
একদিন বর্ষা হবে __
আশায় বুক বাঁধে একদা
জীবনের সেই পথ!