(১)
শিশির হাসে
সাঁঝ পোহানো শীতে
চিক্কন ঘাসে ।

(২)
মাতলো বায়
পাকা ধানের গন্ধে
হেমন্ত মোহে।

(৩)
শিউলি রাঙে
শরৎ আসার কালে
চাঁদের রূপে।

(৪)
বসন্ত জাগে
রাঙা মাটির দেশে
পলাশ রঙে ।