(১)
গ্রাম বাংলা

গাঁয়ের ছবি মনোরম_
দেখে মনটা ভরে যায়।
ফুলে ফলে সুন্দর__
ঋতু যখনই বদলায় ।

(২)
রোদন ভরা...

একটু একটু করে
মেঘ যখন জমে __
বৃষ্টি না হতে পারে
কান্না ঝরে মরমে!

(৩)
এসো বসন্ত

শীত বলে যাই গো
বসন্ত অপেক্ষায়।
ফুটলে কিংশুক __
বইবে দখিনা বায়।

(৪)
বিরহী

পথ চেয়ে প্রেমের হাটে।
দিন কাটে রাত কাটে...
হয়না সময় তোমার__
একটু ফিরে তাকাবার।