(১)
ওরে আউলা বাউলা মন
আমার কথা কটা শোন__
কথা-মাঝে হারিয়ে গেছে
সাত সাগরের সেই ধন!!!
(২)
মন আমার রইলো পড়ে
ভিজে তটে সাগর পাড়ে।
খুঁজি তোকে মনের পটে।
মানুষেরই অনেক ভীড়ে।
(৩)
আমিই যে তোর ক্ষ্যেপী!
প্রেমের ওজন না মাপি!
বিশ্ব সংসার সেঁচে সেঁচে
আমি পাগল-নামা জপি!
(৪)
ঈশ্বর খুঁজি জগৎ জুড়ে __
যে আছে মনের ভিতরে।
ভাবি সে কী সত্য তবে
উঠবে যদি পাতাল ফুঁড়ে!