ক'দিন আগেই
হাতে চাঁদ পাওয়ার আনন্দে
অবিভাবকের হাত ছাড়িয়ে
ছিটকে গেছে "বিক্রম"!
এখন শুধু আলতো করে
চাঁদে পা রাখার অপেক্ষা!
পা রাখতে হবে
পৃথিবীর দিন ক্ষণ মেনে।
আর _____
তার পরেই জয়ের উল্লাস!
চাঁদের বুকে নামলেই
মনের দরজা খুলে যাবে!!
আর সেই সুযোগেই
ঝুপ করে নেমে পড়বে "সে"!
সে অর্থাৎ "প্রজ্ঞান"!
আনন্দে ঘুরে বেড়াবে এবং
তীক্ষ্ণ অনুভূতি নিয়ে
সংগ্রহ করবে
অনেক না জানা রহস্য!
সেই অপেক্ষায় বসে আছি__
যত ভারতবাসী।