জমিটা এখন
উর্বরতা হারিয়েছে!
একসময়ের পাশ দিয়ে
বয়ে যাওয়া নদী দিক বদলেছে।
রাত যত বাড়ে,
বিছানায় কাতরতায়
বিষণ্ণ ভাঙাচোরা মনটা।
চাঁদের আলো বিস্বাদ মনে হয়!!
জমিটা শুকোয়।
নদীর চঞ্চলতা চায়!
চাঁদের আলো মাটির খাঁজে
লুটিয়ে পড়ে জলের স্বাদ বঞ্চিত!
ভাঙাচোরা মন
একইভাবে চাঁদের নদী খোঁজে!!!