অদম্য জটিল ছোবলে,
আজ কাল পরশুর গল্প!
ঠাণ্ডায় পদাবলীর ইট কাঠ...
ফুটপাথে উলঙ্গ যিশু!!
রাত বিরেতে ধামসা মাদল
বনপলাশীর সুর...
হাতের মুঠোয় ধরা জীবন
উর্ণনাভের আঠালো জাল।
ভেজা শিশিরের ঘাসে
ভোর এসে পড়ে টুপ করে__
কাঠঠোকরা ব্যস্ত
শান দেওয়াতে শক্ত ঠোঁটে!
পথ যখন এবরোখেবড়ো...
সাত কাহনের জীবনচরিত
গোছানো সুখ!
চল রে ছুটে পলাশ যৌবন।