আজ যখন সরেই গেছো দূরে,
কাঁটার ঝোপে বন্ধ ফেরার পথ।
অবসর তো নেই তাকাতে ঘুরে।
হেলায় পড়ে আছে জীবন রথ!
হয়ত সেদিন ছিলে কত কাছে,
দূরের তারা অবাক হেসেছিল _
শহরের ঐ হলুদ আলোর নীচে
আমাদের যত কথা জেগেছিল।
ফেরারী পাখি মুক্তি নেশাতুরা
তোমার চোখে মোহ স্বপ্নজালে,
হৃদয় হ'ল রঙিন রাংতা মোড়া।
তারা ফুটেছিল সে সন্ধ্যাকালে।