প্রদর্শিত প্রহসন __
রঙ্গমঞ্চে ব্যঙ্গ করে
এক সামাজিক বিকৃতি
এ রঙ্গ উপভোগ্য।
লুকোনো প্রহসন __
জীবনের পাঠশালায়
নীরবে দংশায় __
যেন উপভোগের যোগ্য!
জীবন মন্ত্রণালয়ে
উপদেশ বিক্রয় হয়ে যায়।
ভীষণ চ্যালেঞ্জের মুখোমুখি
সত্য-মিথ্যা দাঁড়ায়!
যদি __
জীবনের প্রহসন উপভোগ্য,
এক অন্তর্গত জীবনে।
তবে __
একটি ব্যর্থ জীবন-প্রবাহের
পার কি মূক-যাপনে!!