হয়ত সেদিন ছিলে কত কাছে
দূরের তারা অবাক হেসেছিল!
শহরের ঐ হলুদ আলোর নীচে
আমাদের যত কথা জেগেছিল!
ফেরারী পাখি মুক্তি নেশাতুরা,
তোমার চোখে মোহ স্বপ্নজালে!
হৃদয় যখন রঙিন রাংতা মোড়া
তারা ফুটেছিল সে সন্ধ্যাকালে!
এক আকাশ ব্যথার এ সংসার
একটি ঘরেই যেন যোজন দূর!!
তোমার আমার নদীর দুই পার
বিরহে যেন প্রেমের চেয়ে মধুর!