হার্ডল রেস এ পেরিয়ে গেলাম
অনেকগুলো বসন্ত!
কখন যে পৌঁছে যাবো__
শেষ দড়িটা ছোঁব ___
জিতবো দু হাত তুলে!
নিরালায় তাই তো বসে ভাবি।
পড়ন্ত বিকেল বলে, থামো এবার।
তবুও জীবন ছিপটি হাতে
ছুটতে বাধ্য করে।
ফাগুন এলেই বসন্তরা
একটা একটা ঝরে!
বোঝে না কেউ, বাড়ছে কত ঋণ!
তবুও কেন লোকে বলে ___
"শুভ জন্মদিন"!