এসেছে ফাল্গুন __
ইতস্ততঃ শুরু হয়ে গেছে
ফিকে হাওয়ায় ফাগুনের গান।
তবুও উচ্ছাসে ভাটার টান।
'যাই যাই' করেও
এখনো বাতাসে হিমের পরশ।।
এখনো কুয়াশারা
আচ্ছন্নতায় ঘেরে ধূপ-আকাশ।
অবসরে আমি __
চিৎ হয়ে শুয়ে দেখতে পাই,
সাদা সিলিং এ স্তব্ধতায় এখনও
বৈদ্যুতিক পাখা।
তবু বসন্ত বলে যায় __
পলাশ, কৃষ্ণচূড়া ফুটেছে গো।।
জাগো সবাই জাগো।
জাগছে পাখির দল।
বরাবরের মতো দুটি শালিক
দেখে গেছে জানলার পরিসর!!
বসন্তে ওখানেই শুরু হবে
ওদের বাসা বাঁধার ব্যস্ততা...
হিমেল হাওয়া বহাল _
তবুও বসন্ত এসে গেছে আজ।।