সত্যি কী মা স্যান্টা আসে
সূর্য্যি ডুবলে পরে!
উপহার কী সত্যিই আনে,
মোজার রাখে পুরে!
মাগো আমায় দাওনা এনে
একটা বড় মোজা।
চব্বিশের রাতে সান্তা দেবে
উপহার এক বোঝা।
গরীব মায়ের অবুঝ ছেলে
আশায় ঘুমায় রাতে।
পঁচিশ ডিসেম্বরের সকালে
হতাশায় শুধুই কাঁদে।