যুদ্ধ চলছে ঘরে ঘরে
যুদ্ধ তোমার মনে।
যুদ্ধ হচ্ছে দেশে দেশে
যুদ্ধ নিজের সনে!
গোলাগুলি যুদ্ধ শেষে
জীবন যুদ্ধ আসে।
চাইনা যুদ্ধ, তবুও যুদ্ধ
হিংসা ও সন্ত্রাসে।
রূদ্ধ হয় কতই শৈশব
লোভের অট্টহাসে।
আর কত কাল বাঁচব
বিশ্বযুদ্ধের ত্রাসে!!
মানবতা এসে জাগো
বন্ধ হোক বিদ্বেষ!
এসো মানুষ ছিন্ন করি
যুদ্ধরূপীর বেশ!!