তিন রঙের মহিমা
সাথে নিয়ে শুরু পথচলা।
মাঝখানে চক্রে ছিল
এগিয়ে চলার অঙ্গীকার।
কন্ঠে ছিল
"বন্দে মাতরম" ধ্বনি।
এটা একটা স্বাধীন দেশের
প্রথম আলো।
দেখতে দেখতে কেটে গেল
অনেক গুলো বছর।
রাজনীতির নানা দলের
নানা পতাকার রঙেও
মলিন হয়নি তেরঙা পতাকা।
স্বাধীনতার পতাকা।
মুছে যায়নি "বন্দে মাতরম"।
স্বাধীন ভারতের
পঁচাত্তর তম জন্মদিনে
বন্দনা করি দেশ মায়ের __
" বন্দে মাতরম" ।
এসো, করি___
এগিয়ে চলার অঙ্গীকার ।