একলা সাগর __
কখন যেন মুখটা ভার,
কখন রৌদ্র একা।
সাগর পাড়ে __
আমি কী ভীষণই 'বোকা'!
কিছু কী খোঁজার ছলে
ফিরে ফিরেই আসা।

বালুচরে __
নানান পাখির ওড়াউড়িই
মানুষ মাঝে দেখি।
এবার দেখা যাদের সাথে,
কাঁচের মত স্বচ্ছ ডানার
হাজার জল-ফড়িং।
ঘুরে ঘুরে আকাশ জুড়ে
খুঁজছে কি কিছু!
ঘুরছে ওরা দল বেঁধে,
তবু নিজে নিজেই একা!

হয়ত আমিই দেখি 'বোকা'!
কিংবা নিছক আলাপেই
ওদের মগ্ন জীবন পার....
যেন ওরা নিজে নিজেই
নিজের অহঙ্কার!

এ সবই এক আধপাগলা
বোকার চোখে দেখা!