এখনো অনেক জানালা হয়নি খোলা
অনিচ্ছায় ধূলির চাদরে ঢাকা স্তব্ধ নীরবতায়
বন্ধ জানালার ওপারের বাতাস অভিমানে আজ
বিদগ্ধ নিস্তব্ধে শুধু একলা বসে থাকা...

অতীত ব্যস্ততায় যত জমা কথা গোপনে
না-বলা উচ্ছাসে অথবা বঞ্চনায়
প্রতিবাদী পৃথিবীর অহরহ যত ক্ষোভ __
অক্লান্ত অবসর কেন যে দংশায় একটানা!

না-খোলা জানালায় জমাট বাঁধতে চায়
আকাশের দীর্ঘশ্বাস...
জ্বলে ওঠে শুখনো দু-চোখের অক্লান্ত সুখ...