শত অচেনার মাঝে
চেনা যে জন,
সেই কী আমার আপনজন!
যেজন কখন যেন
মনের পাতায় রেখেছিল
একদিন কবিতার গুঞ্জরণ...
সেদিন ভরা শীতেও
বসন্ত জেগেছিল অনুক্ষণ!
কবিতা তো নয় ওরা,
গোলাপের পাপড়ি বিছানো
ভালবাসার ছায়াপথ!
সুগন্ধ ছড়িয়ে পাগল পারা__
মনকে করেছিল যেন
নিদারুণ অসহায় দিশেহারা!
পাগল সেজন
পায়নি তো কোনো সাড়া!
দূর হ'তে শুধুই
অবিরাম কথা কওয়া...
মান অভিমান বুকের গভীরে
যেন রৌদ্র ও ছাওয়া।
গ্রীষ্ম কালের ক্ষরা বুকেতে
মিঠে দক্ষিণের হাওয়া!
গভীরতায় শুধু
নীরবে একটুখানি ছোঁয়া।