আকাশ বড় নীরব মায়াময়!
অন্ততঃ আমার কাছে।
মহাজাগতিক কোনো তরঙ্গ,
না পড়ে আমার চোখে,
না পৌঁছায় আমার কর্ণকুহরে।
হয়তো ওরা চির চঞ্চল....
ওরা মহাকাশ দাপিয়ে বেড়ায়,
মেতে থাকে এক বিশ্ব খেলায়।
আমি শুধু দেখি নীল....
নীলের মনোরম কাব্যিকতা!
দেখি ছন্দময় চাঁদ, সূর্য, তারা!
অদ্ভুত তাদের কাব্য মূর্ছনা!
শালীনতা তাদের ছন্দ-খেলায়।
মত্ত মহাবিশ্বের এই কবিতায়
আমি বারবার জন্মাতে চাই!