আমার মতোই
বিষণ্ণ এক রাতে__
সবাই যখন ভীষণ একা,
লিখতে কান্না ভেজা __
একটাই কবিতা!
নদীও থাকতো যে আঁকা!
চিনতাম সবাই
সেই নদীর কিনারা __
নদীর স্রোতে করতো খেলা
একলা সন্ধ্যাতারা।
আমার মতোই গাইতে গান
বেসুরো মগ্নতায়।
এখন সেই রাতটাই খুঁজি,
ভেসে যেতে ভীষণ
বিষণ্ণতায়।