আমার ব্যথা যখন
বকুল হয়ে ঝরে তোমার বুকে,
আড়াল করে কেন রাখো
আকুল নদীর স্রোত।
দ্যাখো না কী চোখের কোণে
উপচে পড়া সাগর!
দেখেছো কি সব তারাদের
দূরে সরিয়ে রেখে
একলা জাগে ধ্রুবতারা,
আকাশ পারের নীরব কোলে!
দেখেছ কী একতারাটি
কেমন করে একলা জাগে
রাঙা মাটির ঐ অবুঝ বুকে...
ঝাপসা চোখে পাই না দেখা _
সামনে তবু তুমিই!
ব্যথার বকুল হাতে নিয়ে
ভাবছো তুমি কী যে!
একলা আমি কাঁদছি দ্যাখো
ঐ চোখের তারায় আরশিতে!