হেমন্ত পরিসর বড় অল্প!
অগোচরে থাকে অনেকের!
ঢালে প্রেম যতটা সাধ্য হয়।
গোলায় গোলায় ধান ভরে।
নবাণ্ণের করে আয়োজন _
হেমন্তের হিমেল হাওয়ায়_
ভেসে যায় আদরেরই সুর।
লুকিয়ে থাকা পাখিটাকে
কেউ দেখেনি কোনোদিন।
তবু সে প্রেম বিলিয়ে দেয়!
হেমন্ত আকাশে হিমমাখা
চাঁদ ওঠে।ওঠে সুখ-তারা!
রাইফেল লুকোয় সৈনিক!
যুদ্ধ চায় না যে হৈমন্তিকা!
হেমন্ত হাসুক না দীর্ঘ দিন!