চেয়েছিলাম
ছোট্ট একটা ঘর __
ভাসব দুজন প্রেম জোয়ারে।
দুঃসময়েও
কেউ হবো না পর।
সূর্য চন্দ্র থাকবে সাথে
থাকবে আকাশ তারায় ভরে।
ভেবেছিলাম
যখন এমন কথা,
বুঝিনি বিরহও থাকে জুড়ে!
সুখের দিনেও
জ্বলে প্রেমের ব্যথা।
ঘর করে দিয়ে ছারখার,
প্রেমেও বিচ্ছেদ আসে ধীরে!