ভুল করে
ভুল পথে চলে যায় কেউ।
তবু ভুলকে সাথে নিয়ে
বেঁচে থাকে আমরণ।
বারে বারে ভুল করে যারা,
তারাও যাপন করে
সুখের জীবন।
হয়তোবা আগামীতে
শোধরাবে__এই আশায়!
এরই নাম বোধহয় জীবন!
কত না ভুল ভালবেসে,
'ভুল সাথী' সাথে নিয়ে
কেউ বাঁচে অনুশোচনায়!
তবুও সে বেঁচে থাকে।
বাঁচতে ভালবাসে।
কেন বাঁচে, তা জানেনা!
হয়তো ভুল করে!