কখনো কখনো
ভয় আসে হামাগুড়ি দিয়ে,
নিঃশব্দে।
পরোয়া করে না বন্ধ চোখ
অথবা খোলা।

উঠোনে যখন লতার দোলন
হিসহিসিয়ে ওঠে __
আসে এক শব্দবিহীন ভয়!!
আষ্টেপৃষ্ঠে
জড়িয়ে ধরে কঞ্চির গাঁট
অথবা আমার শ্বাস।

অবশ্যই
গহীন বনের ঝিঁঝির শব্দ
মধুর অথবা ভয়ের!
কিংবা
দূর থেকে ভেসে আসা
সাঁওতালীদের মাদল
বনের রাতে মন দোলায়!
সেও এক ভয়ঙ্কর সুন্দর!
কত কিছু
হারিয়ে যায় তখন...

জীবনের সবটাই বুঝি
এক আপেক্ষিক ভরসা!!
ভয় কিংবা ভালবাসা__
দূরাশার নেশা...