একদা __
বাংলা নিয়ে হ্যাংলাপনা
করতে থাকে বাঙালী।
এখন __
বিদেশী ভাষায় রপ্ত হতে
বাঙালী হলো কাঙালী।

আজ __
ইং-পোষাকে চোস্ত হয়ে
বাংলাকে বলে 'হায় হায়'!
দেখি__
ভাষা দিবসে হিক্কা তুলে
মঞ্চে বাংলায় গান গায়!!

বলি__
মধুর এমন বাংলা ভাষা,
ভুলতে তাকে কষ্ট বেশ।।
তাই __
থাক্ পোষাকে ও খানায়
কাব্য-গানে বাংলার রেশ।