উত্তর স্বাধীনতার সংসারে
রং বেরঙের চরিত্রের বাস।
এখন আর কেউ
একসাথে কাজ করে না।
আলাদা আলাদা রান্নাঘরে
বিভিন্ন স্বাদের রান্না।
নতুন প্রজন্মের অনায়াস
প্রাপ্তি সুখ।
এই স্বাধীনতার অন্য মানে!
মুখ বুজে মেনে নিতে
বাধ্য হয়েছে পুরোনো দিন;
সংগ্রামী নুলো হাত।
কী হবে পুরোনো কাসুন্দি
ঘাঁটা ঘাঁটি করে__
প্রতিবাদহীন
এমন  একটা বিশেষ দিনে!
তাই উড়বে সাধের পতাকা!