আজকাল __
মনের আঘাতগুলো
শ্রাগ করার মত ঝেড়ে ফেলি।
চোখের কোলে
জল জমে উঠলে ঢোঁক গিলে
কন্ট্রোল করে নিই!
তারপর দন্ত-বিকশিত করি।
হাসিতে চাপা পড়ে যায়
যত যন্ত্রণা...
এতো কিছু করতে করতে
বুকে ব্যথা অনুভব করি...
তখন হৃদয় বিশারদের
কাছে যাই।
এসব তাকে বুঝতে দিই না।
সর্বদা একটা হাসি
ঝুলিয়ে রাখি ঠোঁটের কোণে।
এর নাম 'ভালবাসা'
কী না বুঝি না__
তবে বন্ধুত্বকে বজায় রাখি!!!