কতদিন হয়নি দেখাশোনা,
কতদিন হয়নি কথা বলা!
ডানা ভাঙা পাখি একাকী
বসে আজ জীর্ণ সেই নীড়ে!
প্রিয়তমের চিঠি ভেসে গেছে
দুরন্ত আষাঢ়ের মেঘে মেঘে।
ঝরঝর বৃষ্টি মুছে ফেলেছে
মধুরতম সাজে যত কথা...
ধূলায় পড়ে কত লেনদেন।
হয়তো আবার দেখা হবে,
পুরোনো সে কদমের ঘ্রাণে__
ঝরা কামিনীর পাপড়িতে __
মেঘ মল্লার শোনাবে আবার
দুজনার গানের সেতু...
একা তবু একা নয় দুই জন।
স্বপনের বাসা বাঁধে ওরা!
ভালো থাকে দূরে দুই মন।