বয়স তার নয় যে বেশি __
আপন মনে
সুরে সুরে বাজিয়ে বাঁশি
ঘুরছে সাগর পাড়ে।
হুঁশ নেই তার বাঁশি বেচায়।
মগ্ন মনে শুধুই বাজায়।
আপনা ভোলা
নবীন বাঁশিওয়ালা __
নানা চেনা গানের সুরে
হনহনিয়ে হাঁটছে সে,
সাগর বালি পায়ে মেখে!
"ও, বাঁশিওয়ালা"
ডাকতে চায়নি আমার
এক উদাসী তন্ময় মন।
বাঁশি শুনছি আমি,
আর শুনছে সাগর-ঢেউ!!
সে ও যে আনমন....
কেনার জন্য
ডাকলো না কেউ তাকে।
কাঁধে নিয়ে বাঁশির বোঝা,
চলে গেলো দূরে _
তাকিয়ে দেখি
মিলিয়ে যাওয়া মানুষটাকে!
মনটা আমার হারিয়ে গেল,
মিশে গেল সুরে__
হয়তোবা উথাল সমুদ্দুরে!