যতই থাক্ না
বিদেশী ভাষার কদর।
বাঙালির হৃদয়ে জাগ্রত
বাংলা ভাষার আদর।
শুধু একুশ নয় __
বাংলা ভাষা চিরদিনের।
বিশ্বেও তার জয়!


** এটি একটি একুশ শব্দের উপস্থাপনা।