তোমার কতশত কবিতা
আমার মনে বেঁধেছে বাসা।
কখনো ওরা
মেঘ হয়ে জমে ওঠে
আমার আকাশ জুড়ে!
কখনো ঝিরি ঝিরি বৃষ্টি হয়ে
ঝরে পড়ে দু নয়নে।
কত না আশার গল্প শোনায়
তোমার কবিতা।
ওরা যে আমার মিতা।
কখনো উদাসী বাতাসে
ওরা চঞ্চল দিশেহারা।
ওরা প্রভাত আলোর মতো
ছড়ায় শোভা
আমার শূন্য মনের চাতালে।
ওরাই আমার আকূল প্রেম,
বিরহে পাগল-পারা ।
হেঁটে যায় জয়ের পথে,
তোমার কবিতা হৃদয় হরা!
ওরা যে মুক্তধারা।