জানি __
কবিতা সত্যেরই পথে চলে।
কবিতা আগামীর কথা বলে,
তবে __
কবিতা কেন বাধা পায় অবিরত;
ভুল বিচারে করে নেয় মাথা নত।
আজ __
কবিতাই যদি হয়ে ওঠে উদ্ধত,
বিদ্রোহকে করবে কে প্রতিহত।
জেনো __
মুক্ত কবিতা ঘোচায় যত দ্বেষ।
কবিতা গড়ে সুস্থ স্বাধীন দেশ।
বলো __
সব যুদ্ধই থেমে যাক্ কবিতায়।
কবিতা নাও বেঁচে থাকার দায়।
এসো __
বাঁচি, কবিতাকে ভালোবেসে।
মরি, কবিতাকে রেখে পাশে...